একটানা তোমার অতোটা আয়তনে কতো সুতোর একসাথে বসবাস, তাদের মাঝের যে বন্ধনটা ঘটিয়েছ,সেটা একমাত্র তুমিই পারো। কত রঙ তোমার!!! আর তাতেও আরো রকমফের । তোমার শরীরের ঐ রঙীন সুতো গুলোরও কত ভাসা। কেউ কখনো ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছে তোমার মাধ্ধমে,আবার কারো শোকাহত মনকে মুড়ে রেখেছো শান্তির ছায়ায়। নতুন সংসারের আর জীবনভোর একসাথে ভালোবেসে থেকে যাওয়ার গাঁটছোড়া তো তোমার ঐ খুঁটে বাঁধা। নারীর ঐতিহ্হ যেমন তুমি বাড়িয়েছ, বাড়িয়েছ আভিজাত্তের মানকাঠি, ঠিক তেমনই তোমার হাত ধরেই সুন্দর হয়ে উঠেছে সুন্দরতর। তোমার ঐ রূপ কতো মানুষের মনকে আস্টেপিস্টে বেঁধে রেখেছে তার হিসেব রেখেছ কখনও!!!! কতো অনুভূতি লুকিয়ে আছে তার হদিশ রাখো কখনও?
ভেবে দেখলাম, তোমার অত সময় কোথায়!!! তুমি যে লজ্জা নিবারনের গুরুভার নিয়ে বসে আছ, কাজ তোমার সারাখ্খনের, তাও আবার সুন্দর কে অপরূপ করার। পুরাতন তোমার সৃষ্টি হলেও,প্রতিদিন তোমার আধুনিকতা দেখেই চমক লাগে সবার!!! ছোটো থেকে বড় কিংবা শেষদিন পর্যন্ত যদি কেউ সাথে থাকতে পারে সে একমাত্র তুমিই । তোমার অস্তিত্বটা এক, শুধু বদলে যায় ধরনটা, পরনের মাপকাঠিতে। তুমি আমাদের সংস্কৃতির ধারক যেমন তেমনই বাহক ও ।
এতো কিছু বলে ফেললাম তোমার নিয়ে !!!! কিন্তু ভুলে গেছি দেখেছ!
তুমি যে নিজ নাম ও রূপেই সেরা। তুমি যে " শাড়ি" ।
No comments:
Post a Comment