Thursday, 29 March 2018

দুঃখ তুই হাস

উড়িয়ে দিলাম একআঁচল আনন্দ, এই দুঃখ ভরে নে তোর মুঠোতে, ঐ ক্ষুদ্র হাতের মাঝেই।

দেখবি দুঃখ, তোর মাঝের দুঃখই, এক গাল হেসে উঠে, পাল্টা তোকে বলবে,
"এই দুঃখ, তোর এতো দুঃখ কেন রে?? হাস না একবারটি ঐ মেয়েটার মতো। দেখবি, তোর সব দুঃখ মুছে যাবে এক নিমেষে!!!!
আর ঐ উষ্ন হাসির ছোঁয়ায়, তোর সব দুঃখ এক চুটকিতে উড়ে গিয়ে খিলখিলিয়ে হেসে উঠছে প্রাণের অস্তিত্বের আনন্দে।"

একবার প্রাণ খুলে হেসে দেখ, দেখবি দুঃখের ঘন কালো আবেশ কাটিয়ে তোর গোমড়াপানা মুখ বেয়ে নেমে আসছে এক স্নিগ্ধ হাসি।

এই দুঃখ হাস নারে একবারটি!!!! এই দুঃখ, তোর দুঃখ ভুলে, এই আঁচলে ঢেকে ফ্যাল দেখি নিজেকে।

No comments:

Post a Comment