আজ মেঘ করেছে, ঘন কালো মেঘ!!!!
চারিদিকে অন্ধকার নেমেছে, ঝড়টাও উঠবেই, আর না উঠে যাবে কোথায়? এতটা আগুন কী আর একসাথে ধরে রাখা যায়? তাও এক মনে!
তাই তো প্রকৃতি ও গরজে উঠল, এতদিন ধরে এই অশান্তি আর কতোটা অসহায় হয়ে সইবে। ওরো যে খমতা কতটা, তা তো দেখানোর পালা এসেছে....
ভালোবাসার ছায়া শীতলতা দিতে পারে বলে, পায়ের নীচে পিষ্টবে কেন?
এক ঝটকাই ও যে সব কিছু তোয়াক্কা না করে ভেঙে গুড়োতে পারে, লয়ছয় করে দিতে পারে, এটা আরো একবার বুঝিয়ে দিতে হবে বলেই তো রূপটা ধরল আজ ।
বুঝিয়ে দিচ্ছে, ওর দাপট যদি ও রাখে মাথানত হবেই সবের। এত অবহেলা ও সইবে কেন? যখন আশ্রয়ের ছাওনিটা ওই দিয়েছিল।
অভিমান, ঘোর অভিমানের কণা কণা দিয়েই তো আজ এই মেঘ জমেছে, উগরে দিল সবটা যা ভেতরে ছিল। রাখবে না , আর মায়া কী হবে? এই সব মায়া দিয়ে সেই তো দুর্বলতা ।
কিন্তু পারলো না ধরে রাখতে, এই রাগ, অভিমান ঝরে পড়ল সবটা!!!
ডুকরে ডুকরে ভেঙে পড়ছে, জল বইছে, অঝর ধারায় মুক্ত হতে চাইল।
অভিমান ও দেখালো, বন্ধনমুক্তিও ঘটালো, তাও এতো ভাঙছে কেন? ও কাঁদছে কেন? ঝরছে কেন ওর ঐ নয়ন? হায় নিয়তি!!!
আরো একবার ও প্রমাণ করে দিল, ও যে "প্রকৃতি" ওর রন্ধ্রে রন্ধ্রে যে মায়ার টান, ভালোবাসার ছোঁয়া,ও চাইলেই দূরে ঠেলে রাখতে পারে না, ও যে আশ্রয়দাত্রী ও যে "প্রকৃতি" হাঁ "আমি প্রকৃতি"।
No comments:
Post a Comment