Thursday, 5 April 2018

আমার বাংলা তোমারো এক

"আমি বাংলায় গান গায়", কিংবা "বাংলা আমার সরষে ইলিশ" কোনোটাই নয়,বাংলাটা ঠিক ভাষাতেই আটকে নেই.......

বাংলাটা হলো এক অপূর্ব অনুভূতি, আমাদের ভেতরের প্রকাশ।
যখন আমাদের ভালোবাসাটা আর কিছুতেই কাউকে বুঝিয়ে উঠতে পারিনা!!!!তখন তাকে, "আমি তোমাকে ভালোবাসিটায়" শেষ উপায় হয়ে দাড়াঁয়।
যখন মন দুঃখে মুষড়ে পড়ে তখন, "আর পারছি না" এটাই সম্বল হয়।
যখন ঝগড়াগুলো আর সীমা পায় না তখন, বাংলাটায় কেমন যেন তরী বাচাঁনোর ঠাঁই হয়ে যায় !!!!!

অন্ধ ভালোবাসার প্রথম প্রকাশ তো "মা" ডাকেই ফুটে ওঠে।
যখন নিজের জীবন যুদ্ধের থেকে অবসর নেওয়ার পালা আসে তখন," ভগবান মুক্তি দাও" এগুলো ছাড়া যেন আর কিছুই মুখ থেকে অকপটে বেরিয়ে আসে না।

তবে এগুলো কী ভেবে দেখি আমরা???? যদি না দেখি!! তো এবার থেকে দেখো।
কারণ আমরা যদি এই বাংলার খোঁজ না রেখে অন্যের উপর বেশী ভরসা করে বসি,তখন বিষয়টা ঠিক নিজের ঘরের খোঁজ না রেখে, ভরসা না রেখে, পাশের বাড়ির প্রতি অতি ভরসা হয়ে যাবে!!!

আর মনে রেখো, বিপদে কিন্তু বাবা মা একমাত্র সম্বল।

আজ অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছ সেটা নিলাম,আর বিশ্বাস রাখলাম বাংলা তোমাদের মনে,প্রানে ও জীবনে এভাবেই ডানা মেলে উড়ে বেড়াক।

"বাংলা" আমি তোমায় বড্ড ভালোবাসি ।

No comments:

Post a Comment