আজ রাম নবমী, আমিও রামভক্তের মতো "জয় শ্রীরাম" বললাম। বলতে পারো,সবার কন্ঠস্বরের স্রোতে গা দিলাম, তবে ভক্তি ও ভালোবাসা নিয়ে।
বলে না অঘটন ঠিক বলে ঘটেনা, প্রতিটা মূহুর্তের নামই অঘটন । তবে এই ঘটনাটা আমার চিন্তা ও চিত্ত দুই খ
ক্ষেত্রেই অঘটন ঘটালো।
তবে একটু পেছনে যাওয়া যাক!!!!
"রামায়নের" গল্পে, যেখানে "রাম, সীতা ও হনুমানের" নানাবিধ কাহিনী আমরা জানতে পায়।
একটু ভাবী এবার......
☆ রামের বিবাহ "হরধনুভঙ্গ" কার কারণে?
"সীতা"।
☆ রামের বনবাস চোদ্দ বছর, সেই মূহুর্তে তার সঙ্গী হওয়ার সিদ্ধান্ত!!
সঙ্গী কে?,"সীতা"।
☆ "সোনার হরিণ" আনার কৃতিত্ব রামের,তবে তার সূচনা কার হাত ধরে?
" সীতা"।
☆ রাবণের "ভীক্ষুক" সাজধারন,কারণ কে?
"সীতা"
☆ "রাম রাবণের যুদ্ধ" ঘোষনা। কারন?
"সীতা উদ্ধার"
☆ রামের ছায়া হয়ে ওঠা "হনুমানের"। কারণ?
"সীতা মার পুনরায় মুক্তি"
☆ "সমুদ্রে সেতুবন্ধন" কার কারণে?
"সীতা"
☆ ভালোবাসার প্রতি মূহুর্তে প্রমাণ দিয়েও "অগ্নিসাক্ষী" কে দিল?
"সীতা"
☆ পরীক্ষায় পাশ মার্কস পেয়েছিল বলেই, ফিরে পাওয়ার আবদার, কাকে ?
"সীতা" কে
☆ আত্মসম্মানের আঘাতে দহন....
"আত্মদহন" ধরার বুকে, কে দিল?
"সীতা"
পুরো গল্পটায় তিনি, তবে আজ যখন সবার জয়কার!!! তখন তিনি হারিয়ে গেছেন!!!!! ঐ মাটির তলায়।
না না, এ অভিযোগ না, আমি একজন নারী, কথার রেশে আমার নারীর জয়গানের প্রচেষ্টা, আমিও আমার নারীত্বের অস্তিত্বের প্রমাণ দি প্রতিদিন, সেই আমিও আজ একই ভুল করলাম!!!!!
তবে ভুল সংশোধন বলবোনা, অবাক বনে গেলাম!!!!
যখন আমার "জয় শ্রীরামের" প্রতিত্ত্যুরে "জয় শ্রীমতী সীতা" এলো.... আর বলতে ভুলবো না, তিনি একজন পুরুষ।
আর হেসে বললেন আজ পুরুষ শাসনে মেয়েরা নিজেদের অস্তিত্বটা ভুলে যাচ্ছে, তবে পুরান সেকথা ভোলেনি।
এক মূহুর্তে যা মনে হলো, উল্টো স্রোতে চলার মানুষের অভাব এখনও পৃথিবীতে কমেনি।
আজ আমার ভাবনাতে পড়ে যাওয়া ধুলোকে ঝাড়পোছ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ রইলাম।
আর বুঝলাম এরকম পুরুষ না পুরানের সময় হারিয়ে ছিল, না আজ হারিয়ে গেছে!!! আর আশা রাখলাম ভাবনারা ঠিক বিকশিত হবেই।
তাই আজ আরো একবার ভক্তি ও প্রেম সহকারে বললাম "জয় সীতারাম" "জয় বজরঙ্গবলী"।
[লেখাটা শিল্পী আত্মবন্ধুকে উৎসর্গ করলাম।।]
No comments:
Post a Comment