শরৎের মিশ কালো আকাশ, আর তাতে তুমি রূপের ডালি নিয়ে সেজে বসে আছ, না একদম কোনো মেকি আবেশে নয়!! প্রকৃতির ষোলো কলা দ্বারা সজ্জিত তুমি আজ।
আমাদের জীবন তো আর পাষাণ নয়, তাতে আছে নিদারুন অনুভূতি।
আর কাব্যে, এই অনুভূতি গুলির প্রকাশকে নয়টা রূপে ভাগ করে দেওয়া যায়, তবে যদি সেই পথ ধরি তবে বলব, আজ তুমি শৃঙ্গার রসে মজেছ।
যুগের পর যুগ গেছে, সময় গেয়েছে পালাবদলের গান, তবে তুমি সদা নিজ ভঙ্গিমায় অপরূপ রূপে বিরাজমান।তোমার অমৃত জ্যেৎস্নালোকে, প্রেমের রাসলীলায় রচনা হয়েছে এক মায়াবী প্রেমগাঁথার, তার সাক্ষী তুমি।
আবার কখন এতো রূপ নিয়েও তোমার ওপর চাপালো কেউ ঝলসানো রুটির কলঙ্ক, জানি বেঁধেছে তোমার বুকে, অনেকখানি দুঃখ!!!!! তাও কতো ক্ষত চিহ্ন বুকে নিয়েও, প্রেমকে রেখেছ অমলীন।
কলঙ্কের খানিকটা লেশ তোমার রূপে টান দিলেও, সম্পূর্ণটা পেরে ওঠেনি। তাই তোমার মায়াবী আলোর মায়া, পথ ভুলিয়েছে কবিদের।
বিজ্ঞান মতে তুমি তোমার রূপ পাও সূর্যের আলোয়, তবে একথা খানিকটা তোমার মান হানী করতে চাইলেও পাররবে না।
কারণ জানো?
যার তেজে জগত মাঝে মাঝে ত্র্যস্ত বোধ করে, যার থেকে আড়াল রেখে সকলে রূপ বাঁচানোর চেষ্টা করে, তার থেকে তুমি তেজ গ্রহণ করে, তাকে স্নিগ্ধ আলোয় পূর্ণতা দিয়ে রূপের ডালি ভর।
এ যে জগত সংসারের অদ্ভুত চিরাচরিত বিস্ময়তার নজির।
কী অদ্ভুত ক্ষমতা নিয়ে তোমার সৃষ্টি হয়েছে দেখো!!!! তুমি কাউকে তোমার আলোর মায়ায় এনে দেবে শ্রেষ্ঠত্বের শিরোপা, আবার তোমার এই মায়াজালে আজ কেউ হবে কলঙ্কভাগী।
প্রেমকে নব নব আঙ্গিকে, নব নব রূপ দিয়েছ তুমি ।
ভেবেছিলাম তোমাই একখানি পত্র লিখি, কত নাম তোমার, কত যশ আছে, আছে অসীম প্রেম তোমার, তবে এতো অনুভূতি নিয়ে একখানি পত্রে কুলবে?
ভেবেও কুল পেলাম না!!! কলম ধরলাম, লিখলাম কয়েক কলি, তবে স্থির করলুম তোমার জন্য এক পৃথিবী লিখব।
আমার মনের অসীম প্রেম খাতার প্রতিটি পাতায় আজ তোমার বিচরন।
তোমার ভালোবাসার ডাকঘরে, আর এক প্রেমিকার চিঠি পড়ল জানি, উত্তরের অপেক্ষায় থাকব!!!!
জানিও এই অভাগীর প্রেম কী তবে স্বীকৃতী পেল? তবে আজ কী আমি হলাম তোমার প্রেমের কলঙ্কভাগী।।
Chand has become more beautiful in your writing ...
ReplyDeleteIts my pleasure darling
Deleteও চাঁদ সামলে রেখো জোছ্নাকে..
ReplyDeleteবেশ তাই হবে
Deleteবেশ তাই হবে
Delete