Thursday, 5 April 2018

পলাশের গল্পকথা

আজ একটা গল্প বলি শোনো....
একদিন পথে যেতে গিয়ে আটকে পড়লাম পথের মাঝেই, সবে সবে শুকনো কাঠখোট্টা পলাশ গাছে এক কলি ফুল এসেছে, নাম তারও "পলাশ"।

কী জানি মনে প্রশ্ন এলো? শুকনো তুমি রঙ ধরলে কী করে?

হঠাৎ সে বললো - "এতদিন ধরে নিজেকে তৈরী করেনিচ্ছিলাম, এরপর যে আমার দিন আসবে তাই বলে।

বললাম - "তুমি তো এতো বেরঙীন ছিলে এতদিন ধরে, তুমি কী আর রাঙাবে ?"

উত্তরে বললো -"প্রকৃতির নিয়ম বদলায় অপরূপের আর্শীবাদে, উনি যে সকলকে ঠিক সময়ে সময় দেন। এবার আমার সময় তাই আমাকে এতদিন ধরে প্রস্তুত করে নিচ্ছিলো। আমি অনেকটা অবাক হলাম!!!!

আমার মনের ভেতরের কিছু অজানা প্রশ্নেরা নিজে নিজেই উত্তর পাচ্ছিল!!!!তাই আমি চুপ করে ওর কথায় শুনছিলাম।

আবার হঠাৎ করে বলে উঠল-" জানো আমার সময় কখন? আমি বসন্তে আসি,আমার এটাই সময়। না পাবে আমায় বর্ষায়, আর না পাবে শরৎ এ আমি" বসন্তের রাণী "।

আমিও হেসে বললাম তাই বুঝি।

"এই সময় তো আমার রঙ ধরার দয়িত্ব, আর রাঙানোরও।"

আমি বললাম -"রাঙাবে সেটা কী করে ?"

"আমার যে এতদিনের কাজের প্রস্তুতি তা দিয়ে এবার আগুন জ্বালব, আর রঙ দেখেতো সবাই আমার দিকেই আকর্ষিত হবে!!!!আমার টান লাগবে তাদের মনে!!! আর তখনই দেখতে পাবে,সবাই আমাকে নিয়ে রঙিন উৎসাহে মাতছে।"

বললাম -"তাই বুঝি "

"বললো দাড়াঁও আরও বাকী.... কেউ তুলবে আমায় মাথায়, কারোও কাছে আমি তখন গয়না, কারোও কাছে আমি প্রেমের ভাষা, কারোও কাছে নেশা, কারোও কাছে রঙিন ছবি  কারোও কাছে রঙের মাঝেও বেরঙিন। আমাকে নিয়ে কতোজন কত্তোকী ভাবে !!! কারোও চাওয়াতে আমি, কারোওবা পাওয়াতে ।

আবার তোমাদের ঐ "রবিবাবু "কতো কী তো লিখেই দিলেন আমাকে নিয়ে!!! কখনও বললেন "ফুলের আগুন" তো কখনো "রাঙা হাসি রাশি রাশি আমাতে।"
আমি তো হা!!!! করে শুনছিলাম।

হঠাৎ নাড়িয়ে বললো-" তুই মেয়ে এতো উদাসীন কেন এই বসন্তে ? এই রঙেও তোর মনে রঙ লাগেনি কেন?"

আমি বললাম -"আমার ছাড়ো তোমার বলো আমি এরমই এখন।"

"ও মা সেতো বললে চলবে না! জগৎ স্রষ্টা আমাকে সকলের জীবন রঙিন করার দায়িত্ব দিয়েছে। তুই বাদ যাবি না। এই শোন, আর কটা দিন পরে দোল আসছে তুই আসবি আমার কাছে?"

আমি অবাক হয়ে বললাম-" আমি কেন?"

বললো -"ভারী ভালো লাগছে তোর সাথে কথা বলে, এবার আমরা একসাথে রঙীন হবো.... বল আসবি ?"

আমি বললাম-" বেশ তবে আরও সঙ্গী নিয়ে আসব!!! তোমার একাকীত্ব আর থাকবে না!!!"

এবার,"পলাশ" অবাক হলো!!!

বললো "কী করে বুঝলি ?"

উত্তর একটাই দিলাম," তোমার ঐ আগুনই বলে দিলো...."

সে বললো আচ্ছা," ভারী কথার জাল বুনিসতো, এবার আয় ঐদিন, একসাথে আগুন জ্বালি!"

কেমন যেন বেমালুম খুশী হয়ে গেলাম। ঐ সময় পি উ কাহা ডাক দিয়ে জানান দিলো সেও থাকবে!!!!
এবার খুশী খুশী বিদায় নিয়ে বাড়ী ফেরত।

দোলের দিন সকলে মিলে গেলাম ওর কাছে, সাথে অনেক রঙ ও নিলাম  আর ওর কথা মতো তৈরীও হলাম সাজগোজে।

যেই যাওয়া তেমনি ও আমাদের তার বুকে টেনে নিলো।আজ যেন ওর আগুন এর ঝলকানিতে চোখের তারায় রঙ লেগেছে।

আমাদের বললো -"এই নে আমার সম্পদ, তোদের গয়না হোক।"

হাত পেতে নিলাম পরলাম। উফ ও যে কী খুশি হলো!!! তার ছটা ওর চাওনীতে পেলাম।
ওকেও রঙ মাখালাম, ওর বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম,সব অনুভূতিদের রেখে দিলাম ওর কোলে।

আর ও আমার দিকে চেয়ে বললো-" আজ মুক্তির আনন্দ নে, আজ উচ্ছাসে ভরিয়ে দে আমার বন, গেয়ে ওঠ ভালোবাসার গান  রঙিন কর সবাই কে, আজ সবটা তোদের করে নে।"
আর আমরাও ভেসে গেলাম !!!!!!!! আর এভাবেই সেইদিন আমরা পলাশের রঙে রঙীন হয়ে হারিয়ে গেছলাম এক অজানা দেশে!!!!!!!

No comments:

Post a Comment