Thursday, 5 April 2018

♡অবচেতনের সচেতনতায় ভালোবাসা ♡

কাল যখন বৃষ্টির ফোঁটাটা গায়ে পড়লো, কেমন যেন মনের মেঘটাও ভেঙে বৃষ্টিটা ঝরে পড়ল চোখ বেয়ে!!!! 

এই বসন্তের রঙে মেতে ওঠা আর, প্রেমের সমুদ্রে হাবুডুবু খাওয়া মনটা কেমন যেন একাকীত্বের ভারী মেঘটাকে সরিয়ে রাখতে পারলোনা। সেও কেমন যেন, অসহায় শিশুর মতো ফুঁপিয়ে উঠল!!!

ঐ যেমন কিছু কষ্ট পেলেও বাচ্চাগুলো বলতে পারে না, শুধু কেঁদে যায় ওরম ভাবেই।

বেশ অনেক বছর, এরকমই এক নিসঙ্গতার দিনে তুই আমার সঙ্গী হওয়ার আবদার জানিয়ে এলি, ভরসা হবার ভরসা দিলি।
সময়ের সাথে সাথে কখন যেন আমরা দুটো নৌকা ছেড়ে একটা নৌকায় পাড়ি দিতে চাইলাম।
বুঝতে পারিনি, সব বেশ ঠিক ঠাক এগোচ্ছিলো।
তখনো পর্যন্ত তোর আমার চাওয়া পাওয়া শুধু নয়, স্বপ্নগুলোতেও কিরকম একটা অদ্ভূত মিল হয়ে যাচ্ছিলো বল!!!!
সব যেন পরিপাটিভাব । তখন তোর স্বপ্ন আমার, আর আমার নাকী সবটাই তোর।

সব ঠিকই যাচ্ছিলো, তবে কেন এমনটা হোলো বলতো? হঠাৎ আমার খারাপ লাগা বিষয়গুলো তোর ভালো থাকার মূলমন্ত্র হয়ে উঠল!!
আমাদের দুজনার একত্র অস্তিত্বটা যে বিলিন হয়ে যেতে চলেছে, বুঝি ঠাওর করতে পারিসনি বল?
পরিবেশটাও বদলে গেল, সাথে মানুষজন ও ।

মনে আছে, তখন আমরা শুধু ভাবতাম না, মানতামও বোধ হয় যে, ঐ যে যেখানে আমাদের জোড়াবাঁধে, হয়তো আমাদের সেখানে বাঁধাপড়া হয়ে গেছে!!!
ওমা, তখন কী আর ছাই জানা ছিল, যে এটা একটা তাসের ঘর! হাল্কা ঠোকাতে ভেঙে পড়বে।

মনে আছে তোর?
এরকম বৃষ্টি পড়লে আমরা একসাথে গা ভেজাবার স্বপ্ন দেখেছিলাম।
ইশ!! তোর আমার সাথে রঙ না খেলতে পারার অভিমানটা ভাবলে, এখনও ঠোঁটের কোনে হাসির কলি ফোটে। এই রঙেও কী সেসব ভেবেছিলি?
এখন সময় একরকম পেরিয়ে যায়!! তবে ওভাবে কাটে না, চা এর ভাঁড় হাতে।
ভাবিস ঐ আড্ডা হাসির গল্পগুলোকে, আমাদের খেলাঘর বাঁধার স্বপ্নগুলোকে।

ভাবিসনিতো, জানি!!!
আমার অতোসব ভাবার সময় থাকে না আজকাল, তোর ও নেই বোধ হয়।
কারণ, তখন ঐ সময়টা আমাদের ভালোবাসা গড়া ও রখ্খার সময় ছিল ,এখন ওটা বদলে গিয়ে আত্মসম্মানে দাঁড়িয়ে গেছে।
কেউ কিন্তু এখন কাউকে এক চিলতে জায়গা ছাড়ব না বুঝলি !!!!
প্রমান করতেই হবে কে কতটা পারি?
তুই! না আমি !

সেইদিনগুলো ভুলে গেছি, যেদিন তুই আমার কারণে আর আমি তোর কারণে সবার সাথে যুদ্ধ করতাম।
তবে এখনের যুদ্ধটা আরও অনেক বড়ো ও দামী,
কারণ এখন তাতে যে তোর সাথে আমি।

আমাদের এই জোড়াটা ভালোবাসাতে কিন্তু বেশ আকর্ষনীয় ছিল !! এই যুদ্ধটাও যেন আমাদের ততোটাই দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।

স্মৃতির বিস্মৃতি ঘটানো কঠিন। তাই আর যা মনে আসছে, তা মনের মাঝেই সমাধিস্থ করেদিলাম।

বৃষ্টিটা কখন থেমে গেছে বুঝিনি!!! আজ আবার তোকে মনে পড়ে গেল।
রাগ হয় নিজের ওপর!!
কেন যে অবচেতন মনটা মাঝে মাঝে সচেতনতার বেড়া টপকে যায়?
এখনও তোর কথা মাথায় এলে, কেমন যেন সব ওলোট পালোট হয়ে যায়।

তবে এমনটা তোর হয় কিনা জানতে চাই না।

এটাতো শুধু আমার একার অনুভূতি আমার একারই থাক।
তবে লড়াই টা জারি থাক।
কারণ এই একমাত্র বিষয়, যেটা এখনও আমাদের।

বাকী তো সব খোওয়া গেছে!!

3 comments:

  1. A sweet - sour love story crafted with easy flowing words...
    Loved it .

    ReplyDelete
    Replies
    1. Realy i m feelng proud that words touch ur heart ❤

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete