Thursday, 5 April 2018

কালিকাপ্রসাদভট্টাচার্য "তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেবনা"

আজ আছি কাল নেই বা এই আছি এই নেই, বলাটা যতটা সহজ মেনে নেওয়াটা ঠিক ততটাই কঠিন। আর সেটা যদি এমন কোনো মানুষের প্রতি শুনি যার প্রতি আমরা কিছু ভালো কাজের আশা বাঁধতে শুরু করেছিলাম। তার মাঝে আজ তুমি কালিপ্রসাদ ভট্টাচার্য। আজ সকালে যখন তুমি, যে সুর এতদিন ধরে সেধেছিলে,তা আরো একবার বাঁধবে বলে vidyasagar college এ যাচ্ছিলে,কোলকাতা থেকে যখন তোমার গাড়ী যাত্রা শুরু করলো,তখনোকী একবারও তুমি ভেবেছিলে!!!আজ এ যাত্রা শেষযাত্রা হবে বলেই তোমার জীবন গাড়ী ও যান্ত্রিক গাড়ী দুটোই ছুটছে তরতরিয়ে???কাল রাতে যখন,আজ সকালের পরিকল্পনা করছিলে কিংবা আজ অনুষ্ঠানে কী কী গাইবে ঠিক করছিলে, তখনও কী তুমি জানতে আর খানিক পরে তোমার সব পরিকল্পনায় অপরিকল্পিত থেকে যাবে??? তুমি কী একবারও ভাবতে পেরেছিলে!!!!যে লোক সংগীতকে জনপ্রিয় করে তোলার জন্ন তুমি জীবনের প্রতিটা মূহুর্ত দিয়েদিলে আজ সেই সুরের যাত্রা গতিরুদ্ধ হবে এভাবে এক দুর্ঘটনায়। এইটা যে আজ "পথদুর্ঘটনা" হলো না গো এটা যে "সুরের দুর্ঘটনাতে" পরিনত হল!! :( লোকসংগীতের যে band হতে পারে আজতো তুমি না থাকলে জানতে পারতামনাগো? তবে কেন আজ কেন হঠাৎ present থেকে past হয়ে গেলে গো!! তোমায় কেন দোষ দিচ্ছি? সব দোষতো সেই ঐ উপরওয়ালার।
আমরা, যে জীবনের পথে যোগে* byasto থাকি, তার সেইরকম এক যোগী তুমি ।আর তোমার সেই যোগের যোগফল লোকসংগীতের বিপুল জনপ্রিয়তা ও নতুন আঙ্গীক। আর যিনি, বিয়োগে* byasto তার বিয়োগফল তো আজ আর কিছুই নয়,আজ সবটাই শূন্ন তবে কেন করলে আজ এই বিয়োগ? কোরো না এমন বিয়োগ ঈশ্বর!! এতে তোমার সংসারের খতি।আর একজন পাগলো নিজেরটা বোঝে আর এটাতো তোমার সংসার তুমি তো ভালোটাই বুঝতে পারলেনা।
আজ তোমার এতদিনের গবেষনায় পূর্নচ্ছেদ পড়লো, বছর পাঁচেকের মেয়েটা তোমার হয়তো আজ বুঝতেই পারছে না তুমি আর তার "বাবা" ডাকে সাড়া দেবেনা, তাকে আর গান না শেখাবে না শোনাবে। আজ যে ওরো এক নিঃস্বতার দিন!!! আজ যখন তোমার তাকে গড়ার দিন,তখন আজ দেখো নিয়তি তোমার মুখাগ্নি করবে। হায় ঈশ্বর এ কী অবিচার তোমার,আজ কিছু আগের জীবন্ত কে প্রয়াত করেদিলে।
ভূমি band র সৌমোদা বললো,"বাস্তব যখন চড় মারে তখন ভীষন জোরে লাগে" আজ এই ঠিক চড়টা খেয়ে নিলেও sojhyo করতে পারছি না।
যেখানে আজ তুমি গেলে সেখান থেকে তোমার হয়তো ফেরার পথ নেই, তবে আমার চাওয়ার পথ আজ আছে, আর যেটা চাই তোমার আত্মার শান্তি!!! ভালো থেকো, সেখানেই যেখানে তুমি থাকতে চাও।

   তোমারই গানের কথাই," আমি তোমারি গান গাই, আমারো গান গাও তুমি"

No comments:

Post a Comment