আজ এই নিঃস্ব অন্ধকার রাতে,
কান্নাগুলো ভীষণ রকম আটকাতে,
গিলেগেছি শতো বছরের অভিমানের আগুন গুলো, নিশব্দে!!
ফিরবো না তো আর।।
তোমার আনাগোনা মনে,
এক বিশাল বিপদ টানে।
চিরকালীন ভয় হয়; চেনা গলিতে হঠাৎ হারায় পথ,
কে ধরবে এই হাত বলো? আরো সেই চেনা উষ্নতার ছোঁয়াতে ।।
ফিরবে কী, ঐ রঙ ধনূর দিন গুলো!!
ফিরবে কী তুমি আর।।
সাদা মনের মাঝে,
লালের দাগ কেটে, ভালোবাসা হয়েছিলো
বললে যেই,
ঐ দিনি তো হেরে গেছি আমি,
এক অসমাপ্ততাতেই।।
আজ লাল গিলেছে আমায়, আগুন তার হাত!!!
তবু তো তুমি ফিরবে না!!!
ফিরবে না তো আর।।
No comments:
Post a Comment