Thursday, 5 April 2018

মনের বিষন্ন বিলাপ

জানিস আজ আমার বড্ড মন খারাপ,
আজ আমার মনটাও হঠাৎ বলছে হয়তো আমিই খারাপ,
সেই যখন থেকে হতে লাগলাম বড়,
আমার প্রতি সবার আশায় আমি নিজেই জড়সড় ।

মা বলল, করিস নে কাজ নিজের মনোমতো ।
পারবি না রে উতরোতে তুই খাবি খাপি শত।।
ভাবলাম মনে ঠিক কথাতো, সেতো আমার মা।
আমি তো আর তার চেয়ে বেশী জানতে পারিনা।।

বাবা বলতো, পড়তে হবে হতে হবে মানুষ ।
বন্ধুবান্ধব কম হোক এবার আনো এবার হুশ ।।
ভাবলাম মনে ঠিক কথাতো হতে হবে বড়, আজ থেকে আর রাখব না বন্ধুত্ব ঘোরতর ।।

জীবনের প্রতিটা ধাপে তারাই আমার সব ,
তবে কেন তারা আমার মনের রাখে না খোঁজ!!!

আমারও তো মন আছে, আমারো অনেক চাওয়া পাওয়া !
ভালোবাসাও ঘর বাঁধে, আর মন খোলে তার জানলা।।
ভালোবেসেছি পেতে চেয়েছি জীবন পথের খোঁজ,
সঙ্গে তারাও থাকবে আমার এই চাওয়াটা কী দোষ?

আজ এই আবদার ধরতে চাইছি তাদের সামনে আমি,
তবে আজও মন বলছে হয়ত ভাববে তারা বাকী এখন সব আমার কাছে তাদের থেকেও দামী ।।

প্রথম হাঁটতে শেখা আমার তোমাদেরই ধরে হাত,
তবে আজ আমি হতে চাইছি স্বার্থপর নাকী সবই অজুহাত!!!

যদি আমিও হতে পারতাম তোমার মতো নীলকন্ঠ, ধরতে পারতাম গরল ।
তবে আর কাউকে বুঝতে দিতামনা কিছ্ছু, মুখে রাখতাম মিষ্টি হাসি সহজ সরল ।।

জানিনা তো কী হবে? আর কীবাই থাকবে বাকী?
জীবন এখন আছে হয়তো পরে সবটাই ফাঁকি।।

তবু যে আর পারছি না, এই টানাপড়েন এর মাঝে ।
মন চাইছে একটু মুক্তি, নিস্তব্ধতার সাজে।।

এটা তোর জন্য ❤

No comments:

Post a Comment