Thursday, 29 March 2018

রঙিন ছোঁয়া


যখন জীবনের একঘেয়েমিতা তোমাকে বিরক্তির দোর গড়ায় এনে দাঁড় করাবে।
মনের কপাটখানি খুলে দেখো, আমি আলগোছে দাঁড়িয়ে আছি তোমাকে আরো একবার রঙিন আনন্দের মোড়কে মুড়ে ফেলতে।

যাতে আলসেমি কাটিয়ে তুমি জীবনের রঙ্গ মঞ্চে তোমার চরিত্রখানি আনন্দের রঙে ও রসনাই এ রঙিন করে নিতে পারো।
আর মৃত্যুরূপী কালো পর্দার ওপার থেকেও তোমার চরিত্রের অমরত্বের ঝলকানি ঝিলিক দিয়ে যেতে পারে বারে বার।

No comments:

Post a Comment